শিরোনাম
ব্রাহ্মণপাড়া উপজেলায় জনপ্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত।
বিস্তারিত
গত ১৮ ডিসেম্বর, ২০২২ তারিখ ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ হলরুমে জনপ্রতিনিধিদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইউম সরকার মহোদয়। উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) জনাব প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম মহোদয় ও উপজেলা চেয়ারম্যান জনাব এম এ জাহের মহোদয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল রানা।
নিরাপদ খাদ্য বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইউম সরকার।
নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) জনাব প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল রানা।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় কুমিল্লার নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ ইয়ামিন হোসেন।
সেমিনারে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার সহ অন্যান্যরা এ কার্যক্রমকে স্বাগত জানান।